ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

‘বাসায় খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন শেখ হাসিনা’

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ০৪:২৬ পিএম, ০৯ মার্চ ২০২২

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বিএনপি ক্ষমতায় থেকে দুর্নীতি করেছে। খালেদা জিয়ার সাজা হলে একটি বড় মিছিলও করতে পারেনি তারা। খালেদা জিয়ার জেলে থাকার কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিশেষ নির্দেশনা দিয়ে গুলশানের বাসায় চিকিৎসার ব্যবস্থা করেছেন।

বুধবার (৯ মার্চ) বিকেল ৩টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার জামতলা বাজারে রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ উপমন্ত্রী বলেন, বিএনপি ষড়যন্ত্র করতে চায়। কীভাবে সারাদেশে আগুন সন্ত্রাস করছে, পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করছে আপনারা দেখেছেন। দেশের মানুষ তাদের প্রতিহত করছে। আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে। জনগণের কাছে বিএনপির কোনো গ্রহণ যোগ্যতা নেই। কারণ তারা বিপদে-আপদে থাকে না।

মায়েদের প্রতিষ্ঠিত করতে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন উল্লেখ করে এনামুল হক শামীম বলেন, নারীর ক্ষমতায়নে তার কোনো জুরি নেই। আগে মায়ের নাম কেউ জিজ্ঞেস করতেন না, এখন পাসপোর্টে মায়ের নাম লাগে। দেশ অনেক এগিয়ে গেছে।

jagonews24

তিনি আরও বলেন, আগে চরাঞ্চলের মা-বোনরা বাড়ি থেকে বের হতেন না। এখন তারা মিটিংয়-মিছিলে আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে বিশ্বাস করেন। মঙ্গলবার বিশ্ব নারী দিবস ছিল। বঙ্গবন্ধুকন্যা বিদেশেও নারী দিবসে বক্তব্য দিয়েছেন। আজ নারী ক্ষমতায়নে তিনি উপজেলা ভাইস চেয়ারম্যান করেছেন। ইউনিয়ন পরিষদে নারী সংরক্ষিত মহিলা সদস্য, নারীদের সংরক্ষিত আসন পঞ্চাশে রূপান্তর করেছেন। নারীদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করেছেন। সেনাবাহিনী, পুলিশে নারীদের অন্তর্ভুক্ত করেছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, নড়িয়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আলেম মাদবর, নশাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদার প্রমুখ।

মো. ছগির হোসেন/এসজে/এএসএম