ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিলেটে জ্বালানি সংকট নিরসনে ট্যাংক-লরির মিছিল

নিজস্ব প্রতিবেদক | সিলেট | প্রকাশিত: ০৪:২৫ পিএম, ০৯ মার্চ ২০২২

সিলেটে জ্বালানি তেল ও গ্যাস সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ট্যাংক-লরি নিয়ে মিছিল করেছে সংশ্লিষ্ট পাঁচ সংগঠন।

বুধবার (৯ মার্চ) দুপুরে তিন শতাধিক ট্যাংক-লরি নিয়ে সিলেট নগরের জিন্দাবাজার, বন্দরবাজারসহ নগরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন ওই পাঁচ সংগঠনের মালিক-শ্রমিক।

জানা গেছে, বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটরস এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি, বাংলাদেশ ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি, বাংলাদেশ এলপিজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি এবং সিলেট বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে গঠিত ‘সিলেট বিভাগীয় পেট্রোল পাম্প সিএনজি এলপিজি, ট্যাংক-লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ’র ব্যানারে এই বিক্ষোভ করেন তারা।

jagonews24

বিক্ষোভ কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, সিলেটের জালালাবাদ গ্যাসক্ষেত্র থেকে সরবরাহ করা কোনো সিএনজি ফিলিং স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না। করা হলে সিলেট বিভাগের সব সিএনজি স্টেশন বন্ধ করে দেওয়া হবে।

তারা আরও বলেন, অবিলম্বে গ্যাসের লোড যেন বৃদ্ধি করা হয়। পেট্রল, অকটেন, ডিজেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হবে। সিলেট গ্যাস ফিল্ড থেকে ট্যাংক-লরির ডেসপাস চালু করতে হবে।

jagonews24

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী, সিলেট বিভাগীয় সিএনজি, পেট্রোল পাম্প, এলপিজি, ট্যাংক-লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক সিরাজুল ইসলাম আহমদ আলমগীর, জুবায়ের আহমদ চৌধুরী, হুমায়ুন আহমদ, আলী আহমদ, এনামুল হক রুবেল, খান মো. ফরিদ উদ্দিন বাবর, সাজুওয়ান আহমদ, ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনান, সুব্রত ধর বাপ্পি, আলী আফছার মো. ফাহিম, মনিরুল ইসলাম, হাজী হোসেন আহমদ, হুরাইরা ইফতার হোসেন, লোকমান আহমদ মাছুম, মুশফিকুর রহমান চৌধুরী সাহেদ, মো. আব্দুল মুমিন প্রমুখ।

ছয় দফা দাবির মধ্যে সিলেট বিভাগের জালালাবাদ গ্যাসক্ষেত্র থেকে সরবরাহ করা কোনো সিএনজি ফিলিং স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না করা; অবিলম্বে গ্যাসের লোড বৃদ্ধি করা; পেট্রল, অকটেন, ডিজেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা; সিলেট গ্যাস ফিল্ড থেকে ট্যাংক-লরির ডেসপাস চালু করা অন্যতম।

ছামির মাহমুদ/এমআরআর/জিকেএস