ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাধবদীতে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ

প্রকাশিত: ০৩:৪৬ এএম, ১২ জানুয়ারি ২০১৬

শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮টা থেকে শুরু হয়েছে নরসিংদী মাধবদী পৌরসভার নির্বাচন। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত করতে অনসার, র‌্যাব, পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে নির্বাচন পরিচালনা-১ এর উপসচিব শাহজাহান খাঁনের নেতৃত্বে ৮ সদস্যের একটি টিম নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

১২টি ওয়ার্ড নিয়ে গড়া মাধবদী পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৭০৬। তাদের মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৮৭১ এবং নারী ভোটার ১২ হাজার ৮৩৫। নির্বাচনে মেয়র পদে ৪ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগের প্রার্থী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রধান মানিক, বিএনপির প্রার্থী বর্তমান মেয়র হাজী মো. ইলিয়াছ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মো. হারুন ও স্বতন্ত্র প্রার্থী আবদুল বাতেন শাহীন।

এর আগে গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, গুলিবর্ষণ ও বোমা ফাটানোর ঘটনায় মাধবদী পৌরসভার নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

সঞ্জিত সাহা/এমজেড/পিআর