ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চৌমুহনীতে স্থগিত হওয়া ১০ কেন্দ্রের ভোটগ্রহণ চলছে

প্রকাশিত: ০৩:৩৩ এএম, ১২ জানুয়ারি ২০১৬

নোয়াখালীর চৌমুহনী পৌরসভার স্থগিত হওয়া ১০টি কেন্দ্রের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল আটটা থেকে ১০টি কেন্দ্রে এ ভোটগ্রহণ শুরু হয়। এদিকে সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে নারী ভোটারের পাশপাশি পুরুষ ভোটারের উপস্থিতি বেশি দেখা গেছে।

এদিকে, অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণের লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশের সমন্বয়ে আইন শৃঙ্খলা বাহিনীর ২৬ জন সদস্য মোতায়েন থাকবে। এছাড়া পাঁচটি মোবাইল টিম, চারটি স্ট্রাকিং ফোর্স, র্যাবের পাঁচটি টিম, দুই প্লাটুন বিজিবি, প্রতি কেন্দ্রে একজন করে নিবার্হী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। এছাড়া নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন নির্বাচন পর্যাবেক্ষক দল মাঠে রয়েছে।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত চৌমুহনী পৌরসভা নির্বাচনে ২০টি কেন্দ্রের মধ্যে ১০টি ভোট সম্পন্ন হলেও কাউন্সিলর প্রার্থীদের কর্মী ও সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ, বিশৃংঙ্খলা, কেন্দ্র দখল, জাল ভোট প্রদানসহ বিভিন্ন বিশৃঙ্খলার কারনে স্ব স্ব কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ভোট গ্রহণ স্থগিত করে দেন।

ঘোষিত ১০টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আক্তার হোসেন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন সাত হাজার ৩৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনেনীত প্রার্থী মোহাম্মদ জহির উদ্দিন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৭৬৩ ভোট। ভোটের ব্যবধান এক হাজার ৫৯৫। স্থগিত হওয়া ১০টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা হলো ২৪ হাজার ৩১০। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৮৩৭ এবং নারী ভোটার ১১ হাজার ৪৭৩ জন।

মিজানুর রহমান/এমজেড/পিআর