ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজশাহীতে পুকুর খননের অপরাধে দুইজনের কারাদণ্ড

প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ১১ জানুয়ারি ২০১৬

রাজশাহীর পবা উপজেলায় সরকারি আইন অমান্য করে পুকুর খননের অপরাধে দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়াও পুকুর খননে ব্যবহৃত এক্সকেভেটর অকেজো করতে ৬টি ব্যাটারি ও ২টি টুলবক্স জব্দ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন পবা উপজেলা সহকারী কমিশনার ভুমি আলমগীর কবীর।কয়েকদিন থেকে এই উপজেলার বিভিন্নস্থানে অবৈধভাবে পুকুর খনন না করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।

সোমবার উপজেলার হরিপুর ইউনিয়নের মল্লিকপুর ও সুচরনে অভিযান পরিচালিত হয়। মল্লিকপুরে পুকুর খননকালে ছোট মল্লিকপুরের মৃত আয়েন উদ্দিনের ছেলে আমজাদ হোসেনকে (৬০) এবং সুচরনে বোয়ালিয়ার সাগরপাড়ার একেএম আতাউর রহমানের ছেলে আশফাফুর রহমানকে (৩৩) আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত আমজাদ হোসেনকে সাতদিনের এবং আশফাফুর রহমানকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। সাজাপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়েছে।

পবা উপজেলা সহকারী কমিশনার ভূমি আলমগীর কবীর বলেন, জমির রকম পরিবর্তন করা যাবে না। এ উপজেলায় কোনো কারণ ছাড়াই শুধুই বাণিজ্যিক ভিত্তিতে এক শ্রেণির মুনাফালোভী পুকুর খনন করে চলেছেন। আবার তারা বিলের ড্রেনেজ মুখে পুকুর খনন করায় বর্ষার সময়ে পানি নিষ্কাশন হচ্ছে না। যে কারণে কৃত্রিম জলাবদ্ধতা দেখা দিচ্ছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময়ে উপস্থিত ছিলেন পবা উপজেলা কৃষি কর্মকর্তা হুসনা ইয়াসমিন, বিএমডিএ সহকারী প্রকৌশলী, মতিহার থানা পুলিশ সদস্য।

শাহরিয়ার অনতু/বিএ