ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সেনা পোশাকসহ তিন সন্ত্রাসী আটক

প্রকাশিত: ০৩:১৯ পিএম, ১১ জানুয়ারি ২০১৬

খাগড়াছড়িতে ৪৫টি ভারি অস্ত্রের প্রিলিং ও সেনা পোশাকসহ তিন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা সদরের বিজিতলা সেনা চেকপোস্টে নিরাপত্তা বাহিনীর তল্লাশিকালে তাদের আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে বিজিতলা এলাকায় সেনাবাহিনীর চেকপোস্টে তল্লাশির সময় সন্দেহভাজন তিন উপজাতি যুবকের কাছ থেকে সেনা বাহিনীর ৪৫টি ভারি অস্ত্রের প্রিলিং, আরাকান আর্মির ব্যবহৃত এক সেট পোশাক ও একটি মোটরসাইকেল আটক করা হয়।

আটকরা হলেন, মহালছড়ির চম্পাঘাট এলাকার বিবৃতি চাকমা (৩৪) এবং পানছড়ি উপজেলার ধনমনি চাকমা (৩৬) ও কিরণ ত্রিপুরা (২৩)।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুদ্দিন ভুইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের খাগড়াছড়ি সদর থানা পুলিশের নিকট হস্তান্তর হয়েছে।

এআরএ/আরআইপি