মাধবদী পৌরসভায় সুষ্ঠু নির্বাচনের দাবি ভোটারদের
কেন্দ্র দখল, জাল ভোট প্রদান, মারামারিসহ অপ্রীতিকর ঘটনায় বাতিল হওয়া নরসিংদীর মাধবদী পৌরসভা নির্বাচন মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে । নির্বাচনকে ঘিরে ফের প্রার্থীদের পদচারণায় বস্ত্র নগরী মুখরিত হলেও ভোটারদের মধ্যে নেই নির্বাচনী আমেজ। প্রার্থী থেকে শুরু করে সাধারণ ভোটার সকলেরই এক দাবি সুষ্ঠু নির্বাচন ও নিরাপদ পরিবেশে ভোটধিকার প্রয়োগের নিশ্চয়তা ।
এর আগে গত ৩০ ডিসেম্বর কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, গুলিবর্ষণ ও বোমা নিক্ষেপের ঘটনায় মাধবদী পৌরসভার নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।
১৯৯৪ সালের ২ জুলাই মাধবদী পৌরসভা হিসেবে স্বীকৃতি লাভ করে। পৌরসভাটি ২০০৫ সালে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়। ১২টি ওয়ার্ড নিয়ে গড়া মাধবদী পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৭০৬। এদের মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৮৭১ এবং নারী ভোটার ১২ হাজার ৮৩৫। নির্বাচনে মেয়র পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রধান মানিক, বিএনপির প্রার্থী বর্তমান মেয়র হাজী মো. ইলিয়াছ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মো. হারুন ও স্বতন্ত্র প্রার্থী আবদুল বাতেন শাহীন।
তবে নির্বাচনী মাঠে একাধিক প্রার্থী থাকলেও মেয়র পদে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের মোশাররফ হোসেন প্রধান মানিক ও বিএনপির হাজী মো. ইলিয়াছের। বিগত নির্বাচনে দুই পক্ষের মুখোমুখি অবস্থানে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে ১২টি কেন্দ্রের মধ্যে ৬টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে রিটানিং কর্মকর্তা। পরে পুরো নির্বাচনকেই বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১২ জানুয়ারি) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
ইতোমধ্যে প্রার্থীরা প্রচার-প্রচারণা শেষ করেছে। তবে ৩০ ডিসেম্বরের নির্বাচনের অপ্রীতিকর ঘটনায় ভোটারদের মধ্যে নির্বাচনী আমেজ নেই। তবে প্রার্থীরা চেষ্টা করেছেন ভোটারদের হারানো উৎসাহ ফিরিয়ে আনতে।
পৌরসভার বিরামপুর এলাকার বাসিন্দা ওমর ফারুক বলেন, সম্প্রীতি মাধবদীর ঐহিত্য। আমরা সকলেই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চাই। যাতে ভোটাররা নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র হাজী মো. ইলিয়াছ বলেন, আওয়ামী লীগের প্রার্থীর নৈরাজ্যের কারণে বিগত নির্বাচনের পরিবেশ নষ্ট হয়েছিল। আমরা এবার অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন চাই। যাতে করে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন।
আওয়ামী লীগের প্রার্থী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রধান মানিক বলেন, গত নির্বাচনে বিএনপির সন্ত্রাস দেখেছে পৌরবাসী। আশা করি পৌরবাসী মাধবদীতে উন্নয়ন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সকলে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে।
মাধবদী পৌরসভার রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি কেন্দ্রকেই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে নির্বাচন পরিচালনা-১ এর উপ-সচিব শাহজাহান খানের নেতৃত্বে ৮ সদস্যের একটি টিম নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
সঞ্জিত সাহা/এসএস/পিআর