ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাভারে ৫ মার্চ পর্যন্ত চলবে গণটিকা

সাভার (ঢাকা) | প্রকাশিত: ১০:৪৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২

সাভারের গণটিকা কার্যক্রমের সময় বাড়ানো হয়েছে। আগামী ৫ মার্চ পর্যন্ত চলবে এ কার্যক্রম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও নয়টি কেন্দ্রে চলবে টিকাদান।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা টিকা প্রত্যাশীদের চাপ থাকায় স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আবেদন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সে আবেদনের ভিত্তিতে স্বাস্থ্য বিভাগ তা মৌখিক অনুমোদন দিয়েছে।

এসময় প্রথম ডোজের পাশাপাশি দ্বিতীয় ও বুস্টার ডোজও দেওয়া হবে বলে জানিয়েছেন ডা. সায়েমুল হুদা।

গত কয়েক দিন ধরে সাভারের টিকাকেন্দ্র গুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ফলে টিকা কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

মাহফুজুর রহমান নিপু/কেএসআর