ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সৈয়দপুরে স্থগিত ৪ কেন্দ্রের ভোটগ্রহণ মঙ্গলবার

প্রকাশিত: ১১:৫৪ এএম, ১১ জানুয়ারি ২০১৬

নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় ৩২টি ভোটকেন্দ্রের মধ্যে মঙ্গলবার স্থগিত চারটি কেন্দ্রের ভোটগ্রহণ করা হবে। এ ভোটগ্রহণ সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

ইতোমধ্যে নির্বাচনকে ঘিরে সংশ্লিষ্টরা সকল প্রস্তুতি গ্রহণ করেছে। এজন্য চারটি ভোটকেন্দ্র যথাক্রমে মুসলিম উচ্চ বিদ্যালয়, ফ্রি আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোলাহাট রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এর মধ্যে প্রতিটি ভোটকেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট, নির্বাচন কমিশনের একজন করে পর্যবেক্ষক কর্মকর্তা, একজন এসআইয়ের নেতৃত্বে ১০ জন পুলিশ, ১৭ জন আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। এছাড়া ৩২ সদস্যের বিজিবি এবং ২০ সদস্যের এক দল র্যাব কেন্দ্রে টহল দেবে। ওই চার কেন্দ্রে মোট ভোটার ১০ হাজার ৪১৮ জন।

সৈয়দপুর পৌরসভার রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার জিলহাজ উদ্দিন জাগো নিউজকে জানান, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে গোলযোগের কারণে ওই চার কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছিল। এই পৌরসভায় ২৮টি ভোটকেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আমজাদ হোসেন সরকার ধানের শীর্ষ প্রতীকে ২৫ হাজার ৮২৩ ভোট, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন নৌকা প্রতীকে ১৯ হাজার ৯৫৯ ভোট, জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী আলহাজ মো. জয়নাল আবেদীন লাঙ্গল প্রতীকে এক হাজার ৯৫৯ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ মো. নুরুল হুদা হাতপাখা প্রতীকে এক হাজার ৩১১ ভোট পেয়েছেন।  

ধানের শীষ প্রতীক নিয়ে আমজাদ হোসেন সরকার পাঁচ হাজার ৮৫৪ ভোটে এগিয়ে রয়েছেন। এছাড়া তিন সাধারণ কাউন্সিলার ও দুই সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর ফলাফল স্থগিত রাখা হয়েছে।

জাহেদুল ইসলাম/এআরএ/আরআইপি