ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশালে প্রাথমিকের পরীক্ষার্থী প্রায় ৫২ হাজার

প্রকাশিত: ০২:০০ পিএম, ২২ নভেম্বর ২০১৪

সারাদেশের সঙ্গে এক যোগে বরিশালে রোববার থেকে শুরু হচ্ছে প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। ইতোমধ্যে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন সব প্রস্তুতি শেষ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর প্রাথমিকে বরিশাল জেলায় ১৩২টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫১ হাজার ৭৮৬ জন।

অপরদিকে, ইবতেদায়ী পরীক্ষায় বরিশাল জেলায় পরীক্ষার্থী ৫ হাজার ৬৪১ জন পরীক্ষার্থী এবার অংশ নিবে।

প্রাথমিক শিক্ষা বরিশাল বিভাগের উপ-পরিচালক মাহাবুব এলাহী জানান, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে।