ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ

প্রকাশিত: ০৬:৩৬ এএম, ১১ জানুয়ারি ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তেলবোঝাই একটি ট্যাংক লরিতে আগুন লেগে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সোমবার বেলা সোয়া ১১টায় ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন সাতবর্গ এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফ উদ্দিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সকালে সাতবর্গ এলাকার একটি তেলের ডিপো থেকে একটি ট্যাংক লরি তেল নিয়ে মহাসড়কে ওঠার সময় তেলের ট্যাংকটি লিকেজ হয়ে গিয়ে আগুন ধরে যায়। তবে ঘটনায় কেউ হতাহত হননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ও দুর্ঘটনাকবলিত লরিটিকে উদ্ধারের চেষ্টা চালায়।

এদিকে উদ্ধার কাজের সুবিধার্থে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এর ফলে মহাসড়কের দু’পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

আজিজুল আলম সঞ্চয়/এমজেড/পিআর