ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে বাল্যবিয়ে দেয়ার চেষ্টায় ২ বাবার জেল

প্রকাশিত: ০৩:৫৬ এএম, ১১ জানুয়ারি ২০১৬

বাল্যবিয়ে দেয়ার চেষ্টার অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশে ভ্রাম্যমাণ আদালত বর-কনের বাবাকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেছেন।

সাজাপ্রাপ্তরা হলেন, কনের বাবা তাড়াশ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আছাফ উদ্দিন কিরন ও বরের বাবা একই উপজেলার বিলাসপুর গ্রামের সোহরাব হোসেন।

স্থানীয়রা জানান, তাড়াশ হাসপাতাল এলাকার বাসিন্দা আছাফ উদ্দিন কিরনের সপ্তম শ্রেণিতে অধ্যরনরত মেয়ে মিমের সঙ্গে পার্শ্ববর্তী বিলাসপুর গ্রামের সোহরাব হোসেনের ছেলে আকবর প্রামাণিক আপনের সঙ্গে রোববার বিয়ের দিন ধার্য্য ছিল। এজন্য সকল আয়োজন সম্পন্ন করে উভয় পরিবার।  খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল­ুর রহমান সেখানে উপস্থিত হয়ে কনের বয়স বিবাহযোগ্য নয় এমন অভিযোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বর ও কনের বাবাকে ৭ দিনের কারদণ্ড দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল­ুর রহমান জাগো নিউজকে জানান, মেয়ের বাবা ও মা দু’জনেই শিক্ষিত। তারা এমন ভুল কেন করলেন সেটা আমার বোধগম্য নয়। মেয়ের মা মাহফুজা বেগম সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন।

বাদল ভৌমিক/এমজেড/এমএস