ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসী হত্যা মামলায় হিজড়া গ্রেফতার

প্রকাশিত: ০৩:১৬ এএম, ১১ জানুয়ারি ২০১৬

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইলে প্রবাসী আজিম তালুকদার (২৮) হত্যা মামলার প্রধান আসামি সানি হিজড়াকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উজানিসার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নিহত আজিম সদর উপজেলার সুলতানপুর গ্রামের দক্ষিণপাড়া মহল্লার রহিছ তালুকদারের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ গ্রেফতারের বিষযটি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল সদর উপজেলার উজানিসার এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে প্রবাসী আজিম হত্যা মামলার প্রধান আসামি সানি হিজড়াকে গ্রেফতার করে। সানি হিজড়াকে সোমবার আদালতে তোলা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর রাতে বাড়ি থেকে দুই লাখ টাকা নিয়ে আজিম সৌদি আরবের ভিসা করার জন্য জেলার আখাউড়া উপজেলার মোগড়া এলাকায় যান। এরপর আর বাড়ি ফেরেননি আজিম। পরদিন ২৬ ডিসেম্বর সকালে আজিমের ফুফু জোবেদাকে সানি হিজড়া ফোন করে তার ঘর থেকে আজিমের মরদেহ নিয়ে যেতে বলেন। পরে আজিমের পরিবারের লোকজন সানির ঘরে এসে আজিমের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আজিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহত আজিমের ভাই বাছির তালুকদার বাদী হয়ে সানি হিজড়াকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও চারজনের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি হত্যা মালা দায়ের করেন।

আজিজুল আলম সঞ্চয়/এমজেড/এমএস