রাতে শহর ঘুরে কম্বল বিতরণ করলেন শেরপুরের ডিসি
শেরপুরে রাতের আধারে শহর ঘুরে বিভিন্ন স্থানে আশ্রয় নেয়া শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক (ডিসি) ডা. এ এম পারভেজ রহিম। রোববার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় তিনি এসব কম্বল বিতরণ করেন।
শহরের নবীনগর বাসস্ট্যান্ড, বাগরাকসা বাস টার্মিনাল, চাঁপাতলী, খোয়ারপাড় মোড়, নিউমার্কেট, গরুহাটি, চকপাঠক, অষ্টমীতলাসহ বিভিন্ন এলাকায় ভাসমান মানুষের মাঝে ৭৫টি কম্বল বিতরণ করা হয়।
এসময় নেজারত ডেপুটি কালেক্টর অভিষেক দাস এবং কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তার সঙ্গে ছিলেন। নেজারত ডেপুটি কালেক্টর অভিষেক দাস জানান, রোববার রাতে শহরের ভাসমান ছিন্নমূল মানুষের মাঝে জেলা প্রশাসক নিজে ঘুরে ঘুরে ৭৫টি কম্বল বিতরণ করেন।
এছাড়া এদিন জেলা প্রশাসক দিনের বেলায় দুস্থ-গরিব-অসহায় শীতার্ত মানুষের মাঝে আরও ১৭৫টি কম্বল বিতরণ করেন। এসব কম্বল বেসরকারি উন্নয়ন সংস্থা আশার পক্ষ থেকে বিতরণের জন্য জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে দেয়া হয়েছিল।
হাকিম বাবুল/বিএ