ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গ্রামপুলিশের কাজের গতি বাড়াবে বাইসাইকেল: খাদ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২২

বাইসাইকেল গ্রামপুলিশের কাজের গতি বাড়াবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেছেন, তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় গ্রামপুলিশ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। তাদের মাধ্যমে ইউনিয়ন পরিষদ ও থানায় বিভিন্ন তথ্য আসে। তাদের চলাচল ও কাজের গতি বাড়াতে বাইসাইকেল বিতরণ করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সাপাহার উপজেলা পরিষদ মিলনায়তনে ‘আইনশৃঙ্খলা রক্ষায় গ্রামপুলিশের ভূমিকা শীর্ষক’ মতবিনিময় সভা এবং সরকারি বরাদ্দপ্রাপ্ত বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদকসেবী ও ব্যবসায়ীদের কাছে কখনো মাথা নত না করার আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, প্রতিষ্ঠার পর থেকেই মাদ প্রতিরোধে গ্রামপুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। মাদক কারবারিদের সঙ্গে আপস করলে সমাজ ধ্বংস হয়ে যাবে। এজন্য মানুষের কল্যাণে এবং সমাজরক্ষায় গ্রামপুলিশ সদস্যদের কাজ করার আহ্বান জানান তিনি।

সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাপাহার উপজেলা চেয়ারম্যান শাহজাহান হোসেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুজ্জামান সরকার বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ছয় ইউনিয়নের ৫৭ জন গ্রামপুলিশ সদস্যের মাঝে বাইসাইকেল বিতরণ এবং নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান করা হয়।

আব্বাস আলী/এসআর/জেআইএম