শিশুদের নিয়ে কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রোববার ছিল পাঠক নন্দিত ‘দৈনিক কালের কণ্ঠ’ পত্রিকার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি শিশু পরিবারের শিশুদের জন্য পত্রিকাটির পাঠক ফোরাম শুভ সংঘের উদ্যোগে করা হয় আনন্দ আয়োজন।
বিকেল ৫টায় শহরের মেড্ডাস্থ সরকারি শিশু পরিবারের শতাধিক শিশুকে নিয়ে কেক কেটে উদযাপন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকী। সরকারি শিশু পরিবারে প্রথমবারের মতো কোনো গণমাধ্যমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কিছুক্ষণের জন্য অনেকটা আনন্দে মেতে উঠেছিল এখানকার শিশুরা।
প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার আগে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক সমকাল পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও সংস্কৃতি ব্যক্তিত্ব আবদুন নূর।
কালের কণ্ঠ’র জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক রওশন আরা বেগম ও সময় টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক উজ্জল চক্রবর্তী।
এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি হাবিবুর রহমান পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাদৎ হোসেন, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম, জাগো নিউজের জেলা প্রতিনিধি আজিজুল আলম সঞ্চয়, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি আল মামুন, শীর্ষ নিউজের জেলা প্রতিনিধি সুমন রায় প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন দৈনিক কালের কণ্ঠ ইতোমধ্যে বস্তুনিষ্ঠ সংবাদ দিয়ে পাঠকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। প্রথমবারের মতো সরকারি শিশু পরিবারের শিশুদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করায় কালের কণ্ঠ পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান বক্তারা।
আজিজুল আলম সঞ্চয়/বিএ