ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অজ্ঞাত বলেই কি এত অবহেলা!

প্রকাশিত: ০৭:৪২ পিএম, ১০ জানুয়ারি ২০১৬

বরিশালের উজিরপুর উপজেলার নতুন শিকারপুর এলাকা থেকে আহত অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির হাসপাতালে মৃত্যু হয়েছে। রোববার দুপুর ২টার দিকে উজিরপুর হাসপাতালে মৃত্যু হয়।

পুলিশ জানায়, ওই ব্যক্তি সকাল ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে রাস্তায় পড়ে ছিলেন। স্থানীয় লোকজনর সহায়তায় তারা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে উজিরপুর হাসপাতালে আহত অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। তখনও বেঁচে ছিলেন ওই ব্যক্তি। অজ্ঞাত পরিচয় হওয়ায় তার সুস্থতা নিয়ে তেমন কোনো মাথা ব্যাথা ছিল না হাসপাতালের চিকিৎসক ও সেবিকাদের।

দুপুর ২টার দিকে যন্ত্রণায় ছটফট করতে করতে হাসপাতালের মেঝেতেই তার মৃত্যু হয়। মৃত্যুর আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি পাশে থাকা অন্য রোগীদের কাছে তার বাড়ি বামরাইল এই শব্দটুকু বলে যেতে পেরেছেন।

মৃত্যুর পর সন্ধ্যা ৭টা পর্যন্ত তার মরদেহ মেঝেতেই পড়ে ছিল। মরদেহ পড়ে থাকায় পাশের কয়েকজন রোগী ভয়ে নাম কাটিয়ে চলে যান।

উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. সামসুদ্দিন জানান, পুলিশ তাদের কাছে ওই ব্যক্তিকে দিয়ে চলে যায়। তারা চিকিৎসা করে বাঁচানোর জন্য সাধ্যমতো চেষ্টা চালান। কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেয়া দরকার ছিল।

তিনি আরো জানান, মারা যাওয়ার পর তারা পুলিশকে জানালে পুলিশ লাশটি না নেয়ায় মেঝেতেই রাখতে হয়েছে তিন ঘণ্টা।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম (পিপিএম) জানান, তারা ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছিলেন। মারা যাওয়ার খবর শুনেছেন এবং লাশটি ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে।

সাইফ আমীন/বিএ