ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মন্ত্রীর ভাতিজির মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে ভাঙচুর

প্রকাশিত: ০৬:৫১ পিএম, ১০ জানুয়ারি ২০১৬

চট্টগ্রামে বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ভাতিজির মৃত্যুকে কেন্দ্র করে নগরীর সার্জিস্কোপ হাসপাতালে ভাঙচুর করেছে ক্ষুব্ধ স্বজনরা। রোববার রাত ৮টার দিকে চকবাজার এলাকায় অবস্থিত বেসরকারি এ হাসপাতালটিতে এ ঘটনা ঘটে।

ওই হাসপাতালে মন্ত্রীর ভাতিজি মেহেরুন্নেসা রিমা (২৫) সন্তান প্রসবকালীন অস্ত্রোপচারের পর অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান। মন্ত্রীর ছোট ভাই খায়রুল বাশারের মেয়ে ও অস্ট্রেলিয়া প্রবাসী আবদুল্লাহ আল মামুনের স্ত্রী রীমা।


পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভাঙচুরের ঘটনায় কোনো পক্ষই মামলা করেননি। কাউকে আটকও করা হয়নি।

এদিকে রোগীর স্বজনরা জানান, সার্জিস্কোপের ইউনিট-১ অস্ত্রোপচারের মাধ্যমে ভোর ৬টার দিকে রিমার একটি কন্যা সন্তানের জন্ম হয়। এরপর তার অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে তাকে সার্জিস্কোপের ইউনিট-২-তে স্থানান্তর করা হয়।


পুনরায় অস্ত্রোপচারের পর ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এক পর্যায়ে রাতে তিনি মারা যান। মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির এপিএস নিয়াজ মোরশেদ নিরু এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

জীবন মুছা/বিএ