ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনায় জুট মিল শ্রমিকদের কর্মসূচি ঘোষণা

প্রকাশিত: ১২:১৭ পিএম, ১০ জানুয়ারি ২০১৬

রাজপথ অবরোধ, মানববন্ধন, রাজপথে কফিন মিছিলসহ আট দিনের কঠোর কর্মসূচি ঘোষণা করেছে খুলনার আটরা শিল্পাঞ্চলের রাষ্ট্রায়ত্ব আলীম জুট মিলের শ্রমিকরা। রোববার দুপুরে পূর্বনির্ধারিত গেটসভায় এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

মিলটি ব্যক্তি মালিকানায় হস্তান্তর প্রক্রিয়া বন্ধ, মিলের উৎপাদন চালু ও বকেয়া মজুরি দাবিতে এ কর্মসূচির ঘোষণা শ্রমিকেরা।

কর্মসূচির মধ্যে ১১ জানুয়ারি সকাল ১০টায় খুলনা-যশোর মহাসড়কে লাঠি মিছিল, ১২ জানুয়ারি সকাল ১০টায় লাঠি মিছিল, ১৩ জানুয়ারি সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টা মিল সংলগ্ন রাজপথে মানববন্ধন, ১৬ জানুয়ারি সকাল ১০টায় রাজপথে লাঠি মিছিল, ১৭ জানুয়ারি সকাল ১০টায় আলিম জুট মিল ১নং গেটে গেটসভা সফল করার লক্ষ্যে প্রতিবাদ সভা, ১৮ জানুয়ারি সকাল ১০টায় আটরা শিল্পাঞ্চলের খুলনা-যশোর মহাসড়কে কফিন মিছিল, ১৯ জানুয়ারি সকাল ১০টায় খুলনা-যশোর মহাসড়কের রাজপথে লাঠি মিছিল, ২০ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৪ ঘণ্টা খুলনা-যশোর মহাসড়কের আটরা শিল্পাঞ্চলের রাজপথ অবরোধ।

গেট সভায় জানানো হয়, এর মধ্যে দাবি আদায় না হলে আগামীতে খুলনা-যশোর অঞ্চলের সব সিবিএ-ননসিবিএ সমন্বয়ে বৈঠক করে রাজপথ-রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচি দেয়া হবে।

সিবিএ সাধারণ সম্পাদক ও জুট মিল রক্ষা কমিটির কমিটির আহ্বায়ক আব্দুর রশিদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সিবিএ সভাপতি আব্দুস সালাম জমাদ্দার, সিবিএ সাবেক সভাপতি মো. সাইফুল লিঠু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরদার, সিবিএ সাবেক সভাপতি মো. আব্বাস বিশ্বাস প্রমুখ।

আলমগীর হান্নান/এআরএ/আরআইপি