ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

প্রকাশিত: ১০:১৯ এএম, ১০ জানুয়ারি ২০১৬

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করছে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ।

রোববার সকালে নগরীর সোহেল চত্বরস্থ দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, শেখ আ. কাদের, সাইফুল আলম গিয়াস প্রমুখ।

এর কিছুক্ষণ পর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুল করিম, অ্যাড. কেবিএস আহম্মেদ কবির, আনিস উদ্দিন শহিদসহ নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

এর আগে দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সন্ধ্যায় মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সাইফ আমীন/এআরএ