ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশালে পুকুর রক্ষায় খ্রিস্টান সম্প্রদায়ের গণঅনশন

প্রকাশিত: ০৯:৫৬ এএম, ১০ জানুয়ারি ২০১৬

বরিশাল নগরীর দুইশ` বছরের পুরনো ঐতিহ্যবাহী সেন্ট পিটার চার্চের পুকুর ভরাট করে আদালত ভবন নির্মাণের প্রতিবাদে গণ অনশন ও অবস্থান কর্মসূচি পালন করেছে খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলের সামনের চত্বরে শুরু হওয়া এই অনশন কর্মসূচি বিকেল ৩টা পর্যন্ত চলে বলে জানান কর্মসূচির সংগঠক লিংকন বায়েন।

কর্মসূচি চলাকালে সভাপতির বক্তব্যে সেন্ট পিটার চার্চের ফাদার রেভারেন্ড শান্তি মন্ডল বলেন, দু’শ  বছর ধরে এই পুকুরটি চার্চের সম্পত্তি। এখন পর্যন্ত সরকারের প্রতিটি ভূমি জরিপে চার্চের নামে রেকর্ড হয়েছে। তারপরও আদালত ভবন নির্মাণের জন্য আমাদের চার্চের পুকুরটি ভরাট করেছে। এর প্রতিকারে উচ্চ আদালতে রিট করলে তা শুনানি পর্যায়ে থাকা সত্ত্বেও আইনের তোয়াক্কা না করে ভবন নির্মাণের কার্যক্রম চালানো হচ্ছে। ৭২ শতাংশ জমির এই পুকুরটি উদ্ধারে সরকারের কাছে দৃঢ় অনুরোধ করেন ধর্মযাজক শান্তি মন্ডল।

এখানে আরও বক্তব্য রাখেন সেন্ট পিটার্স চার্চের সাধারণ সম্পাদক প্রিন্স ভব বিশ্বাস, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি রবার্ট নিপু অধিকারী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বরিশাল নগর কমিটির সভাপতি সুমন হালদারসহ অন্যরা।

সাইফ আমীন/এমজেড/আরআইপি