ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা, যুবকের কারাদণ্ড

শ্রীপুর (গাজীপুর) | প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২২

গাজীপুরের শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার ঘটনায় নাইম সরকার (২২) নামের এক যুবককে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরমী বাজারের পল্টন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত নাইম সরকার বরমীর পাঠানটেক এলাকার মৃত আব্দুল্লাহ আল বাকীর ছেলে।

jagonews24

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শ্রীপুর সহকারী কমিশনার (ভূমি) উজ্জল কুমার হালদার জানান, বিকেলে বরমী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। সেখানে গাড়ি থেকে নামার পরপর বাজারের জামান অ্যান্ড ব্রাদার্সের মালিক জামান ভূঁইয়া, চাল ব্যবসায়ী ওয়াহিদ ও আব্দুস সালামের নেতৃত্বে ব্যবসায়ী, কর্মচারী ও শ্রমিকরা ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালায়। এতে ভূমি অফিসের চারজন কর্মচারী আহত হন। তাৎক্ষণিক নাইম সরকার নামের এক যুবককে আটক করে পুলিশ। পরে দায় স্বীকার করে নিলে তাকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

jagonews24

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, দণ্ডপ্রাপ্ত নাইমকে শুক্রবার কারাগারে পাঠানো হবে। বাকিদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ফয়সাল আহমেদ/আরএইচ/এএসএম