দৌলতদিয়া ঘাট পারের অপেক্ষায় কয়েকশ ট্রাক
দেশের গুরুত্বপূর্ণ ২১ জেলার প্রবেশদ্বার রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মানদী পারের অপেক্ষায় রয়েছে কয়েকশ পণ্যবাহী ট্রাক।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ফিডমিল পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়কে ট্রাক ও কাভার্ডভ্যানের লম্বা সিরিয়াল দেখা গেছে। সিরিয়ালে অল্প কিছু যাত্রীবাহী পরিবহনও রয়েছে।
দীর্ঘসময় সিরিয়ালে আটকা থেকে চরম ভোগান্তিতে পড়েছেন ট্রাকের চালকরা। গোসল, খাওয়া-দাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে তাদরে। সময়মতো মালামাল পরিবহন করতে না পেরে লোকসান গুনতে হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক আলিম দাইয়ান জানান, সড়কে পণ্যবাহী ট্রাকের একটু চাপ থাকলেও দৌলতদিয়ার ঘাট পরিস্থিতি ও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রীবাহী পরিবহন ও পচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় ১৮টি ফেরি চলাচল করছে।
রুবেলুর রহমান/এসআর/জেআইএম