ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শেরপুরে হাতি হত্যা মামলায় আরও দুই আসামি কারাগারে

জেলা প্রতিনিধি | শেরপুর | প্রকাশিত: ০৯:১৫ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২

শেরপুরের শ্রীবরদীর বালিজুড়ি এলাকায় বন্যহাতি হত্যা মামলায় আরও দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও বন আদালতের বিচারক মো. শরীফুল ইসলাম খান তা নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন-উপজেলার রানীশিমুল ইউনিয়নের মালাকোচা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. আমির উদ্দিন (৫২) ও মো. আব্দুর রহমানের ছেলে আশরাফুল (৩৫)।

বনবিভাগ সূত্রে জানা গেছে, গত ৯ নভেম্বর গারো পাহাড়ের বালিজুড়ি মালাকোচা এলাকায় একটি মরা হাতি উদ্ধার করে বনবিভাগ। বনবিভাগের প্রাথমিক তদন্তে মালাকোচা গ্রামের মো. আমির উদ্দিন, সমেজ উদ্দিন, মো. আশরাফুল ও শাহজালালের সবজি বাগানের সঙ্গে সংযোগ দেওয়া বৈদ্যুতিক জিআই তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটি মারা যায় বলে সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় বনবিভাগের পক্ষ থেকে আমির উদ্দিন, সমেজ উদ্দিন, মো. আশরাফুল ও শাহজালালের বিরুদ্ধে শেরপুরে প্রথমবারের মতো বন আদালতে হত্যা মামলা করা হয়।

বন মামলার পরিচালক মো. আব্দুর রাজ্জাক জানান, হাতি হত্যা মামলার আসামি সমেজ উদ্দিন ও শাহজালাল গত ২ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের কারাগারে পাঠান। আজ আমির উদ্দিন ও আশরাফুল আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন। জামিন নামঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে এ মামলায় দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

ইমরান হাসান রাব্বী/এসআর/এএসএম