ফতুল্লায় ২৮ লাখ টাকা ছিনতাই : সন্ত্রাসী সেন্টু গ্রেফতার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ফ্লিম্মি স্টাইলে প্রিমিয়ার সিমেন্ট সিমেন্ট কোম্পানির গাড়ির চালককে গুলি করে ২৮ লাখ ৪৭ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসী সেন্টু কাজীকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।
সন্ত্রাসী সেন্টু কাজীর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্রসহ ডজন খানেক মামলা রয়েছে। আর তার বিরুদ্ধে চাঁদাবাজির গুরুতর অভিযোগও রয়েছে।
শনিবার ফতুল্লার দাপা এলাকায় শাড়াসী অভিযান চালিয়ে সন্ত্রাসী সেন্টু কাজীকে গ্রেফতার করা হয়। আর ২৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার রহস্য উদঘাটনে সেন্টু কাজীকে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাহিদ আহাম্মদ জাগো নিউজকে জানান, সন্ত্রাসী কাজী সেন্টুর বিরুদ্ধে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। আর সেন্টু ২৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে এমন আশঙ্কায় তাকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার রহস্য উদঘাটন হতে পারে।
ওই দিনের ঘটনায় ছিনতাইকারীরা গাড়িতে থাকা কোম্পানির অ্যাকাউন্টস অফিসার ও সিকিউরিটি গার্ডকে কুপিয়ে আহত করে।
প্রসঙ্গত, ৫ জানুয়ারি দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কের ফতুল্লার কাশীপুর দেওয়ান বাড়ি এলাকায় দুটি মোটরসাইকেলে করে আসা ৫-৬ জন ছিনতাইকারী রামদা হাতে নিয়ে প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির একটি গাড়ির গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করেন। এসময় গাড়ি চালক রজ্জব আলীকে গুলি করে এবং গাড়িতে থাকা অপর দুইজনকে কুপিয়ে জখম করে টাকার ব্যাগ নিয়ে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যান। এ ঘটনায় কোম্পানির লজিস্টিকস অ্যাকাউন্টস ম্যানেজার আরিফ হোসেন চৌধুরী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
মো.শাহাদাত হোসেন/এমজেড/পিআর