ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনা বিভাগে করোনায় ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২২

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ২৪০ জন।

এর আগে বৃহস্পতিবার বিভাগে ৩৪০ জন শনাক্ত এবং তিনজনের মৃত্যু হয়েছিল।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মৃতদের মধ্যে ঝিনাইদহের দুই এবং খুলনা ও কুষ্টিয়ায় একজন করে রয়েছেন।

এদিকে, খুলনা করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে সকাল ৯টা পর্যন্ত ৩৮ রোগী ভর্তি ছিলো। যার মধ্যে রেড জোনে ২০, ইয়ালো জোনে ১৩ এবং আইসিইউতে পাঁচজন রয়েছে।

আলমগীর হান্নান/এএইচ/এএসএম