সাতক্ষীরায় উপসর্গে আরও ৪ জনের মৃত্যু
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় মারা গেছেন মোট ৮২৪ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে আরও ২৭ জন শনাক্ত হয়েছে। র্যাপিড অ্যান্টিজেন কীট ও সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে মোট ১০০ নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ২৭ শতাংশ। এর আগের দিন আগে শনাক্তের হার ছিল ২৫ শতাংশ।
আহসানুর রহমান রাজীব/এএইচ/এএসএম