ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চিলমারী নৌবন্দরে প্রথমবারের মতো ভারতীয় কয়লাবাহী নৌযান

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০৪:০৭ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২২

কুড়িগ্রামের চিলমারী নৌবন্দরে প্রথমবারের মতো নোঙর করলো কয়লাবাহী ভারতীয় নৌযান (বলগেট) এমবি এইচ আলী।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ভারতের আসামের ধুবরি থেকে ব্রহ্মপুত্র নদ নৌরুট হয়ে চিলমারী নৌবন্দরে পৌঁছায় কয়লাবাহী নৌযানটি।

চিলমারী নৌবন্দরের দায়িত্বে থাকা রাজস্ব কর্মকর্তা রতন কুমার শিল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, চিলমারী নৌবন্দর চালুর পর বিভিন্ন সময় ভারত থেকে পাথরবাহী নৌযান আসলেও এবারই প্রথম কয়লা আমদানি হলো।

নৌবন্দর সূত্রে জানা গেছে, ভারতের আসামের ধুবরি থেকে ৫০ মেট্রিকটন কয়লা নিয়ে এমবি এইচ আলী বুধবার বিকেলে চিলমারী নৌবন্দরে পৌঁছায়। বাংলাদেশের দিনাজপুর জেলার মেসার্স তাহসিন এন্টারপ্রাইজ এই কয়লার আমদানিকারক এবং ভারতের আসাম রাজ্যের ধুবরির মেসার্স ইউনাইটেড ওভারসেজ রফতানিকারক প্রতিষ্ঠান।

এর আগে ২০১৯ সালে চিলমারী নৌবন্দরে ভারত ও ভুটান থেকে পাথর আমদানি শুরু হলেও এই প্রথম কয়লাবাহী নৌযান ঐতিহ্যবাহী এই নৌবন্দরে নোঙর করলো। এছাড়া গত ৭ ফেব্রুয়ারি দুপুরে এই নৌবন্দর থেকে প্রথমবারের মতো পণ্যবাহী (ওয়েস্ট কটন) নৌযান ভারতের উদ্দেশ্যে ছেড়ে যায়।

মাসুদ রানা/ইএ