ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে করোনায় ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৫:১৯ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২২

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যু হয়েছে ৫৪৩ জনের। এছাড়াও নতুন করে শনাক্ত হয়েছেন ১১৯ জন।

বুধবার (৯ ফেব্রুয়ারি) ফরিদপুর জেলা সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। জেলায় পিসিআর ল্যাবে এবং উপজেলা পর্যায়ের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হয়েছে ২৮৯ জনের। এরমধ্যে নতুন শনাক্ত হয়েছেন ১১৯ জন। পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৪১.১৭।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জাগো নিউজকে বলেন, গত কয়েক দিন ধরে বাড়ছে করোনা শনাক্তের হার। বুধবার (৯ ফেব্রুয়ারি) পর্যন্ত হোম আইসোলেশনে রয়েছেন ৪৬২ এবং হাসপাতালে ভর্তি রয়েছেন ২৮ জন।

এন কে বি নয়ন/এএইচ/এএসএম