ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ধামরাইয়ে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

সাভার (ঢাকা) | প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২২

ঢাকার ধামরাইয়ে অনুমোদনহীন দুই ইটভাটায় অভিযান চালিয়ে চার লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। সেই সঙ্গে, ভাটা দুটি ভেঙে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদের নেতৃত্বে ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

Vata-(2).jpg

উপজেলা প্রশাসন সূত্র জানায়, অনুমোদন না নিয়ে ইটভাটা পরিচালনা করার অভিযোগ ছিল ডাউটিয়া এলাকার ইউএসএ ব্রিকস ও পদ্মা ব্রিকস নামের দুই ইটভাটার বিরুদ্ধে। পরে উপজেলা প্রশাসন ওই দুই ভাটায় অভিযান চালায়। এসময় ভাটার মালিকরা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি। এসময় ভাটা দুটি ভেঙে দেয় প্রশাসন। একই সঙ্গে দুই লাখ করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ জাগো নিউজকে বলেন, পর্যায়ক্রমে অবৈধ সব ইটভাটায় অভিযান চালানো হবে।

মাহফুজুর রহমান নিপু/এসআর/এমএস