ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রামেকের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি | রাজশাহী | প্রকাশিত: ১২:২৮ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২২

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চারজন মারা গেছেন। এছাড়া করোনা শনাক্ত হয়েছে ৩৩৭ জনের।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকের করোনা ইউনিটে চারজনের মৃত্যু হয়। এতে নাটোরের একজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। অন্যদিকে রাজশাহী, চাপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জ জেলার একজন করে উপসর্গে মারা গেছেন। তাদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফনের জন্য বলা হয়েছে।

এছাড়া হাসপাতালের ল্যাবে ১৮২ জনের নমুনা পরীক্ষায় ১১৮ জন শনাক্ত হয়েছেন। আর মেডিকেল কলেজের ল্যাবে মোট ৪৬৭ নমুনা পরীক্ষায় ২১৯ জন শনাক্ত হন। তাদের মধ্যে রাজশাহীর ২১৭ ও জয়পুরহাটের ২ জন রয়েছেন।

তিনি আরও জানান, রামেক হাসপাতাল ও মেডিকেল কলেজ ল্যাব মিলিয়ে রাজশাহী জেলার মোট ৬৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে রাজশাহী জেলার শনাক্ত হয়েছে মোট ৩৩৫ জন।

রামেক পরিচালক বলেন, বর্তমানে মোট ৬৩ রোগী করোনা ইউনিটে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে করোনা পজিটিভ ৩৯ এবং উপসর্গে ২০ ও করোনা নেগেটিভ হয়েও ভর্তি রয়েছেন চারজন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ছয়জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নয়জন।

ফয়সাল আহমেদ/এফএ/জেআইএম