কাদের মির্জার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ভাগনের
নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ভাগনে সিরাজিস সালেকিন রিমন।
সোমবার (৩১ জানুয়ারি) রাতে মামার বিরুদ্ধে প্রশাসনসহ জাগো নিউজের কাছে এমন অভিযোগ করেন তিনি।
রিমন বলেন, মেয়র আবদুল কাদের মির্জা সরকারি গাড়ি বহর ব্যবহার করে ভিআইপি সাইরেন বাজিয়ে সন্ত্রাসী নিয়ে নিজের সমর্থিত প্রার্থীর পক্ষে থাকতে ভোটারদেরকে প্রতিনিয়ত প্রকাশ্য হুমকি দিয়ে আসছেন।
বিষয়টি তিনি জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউল হক মীর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমনসহ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আরিফুল ইসলামকে জানিয়েছেন।
জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, কোম্পানীগঞ্জের ইউপি নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার লক্ষ্যে সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। কারো বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
সালেকিন রিমন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও মেয়র আবদুল কাদের মির্জার আপন ভাগনে এবং কোম্পানীগঞ্জের ৬নং রামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আনারস প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী।
এ ইউনিয়নে ভাগনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইকবাল বাহার চৌধুরীকে সমর্থন দিয়েছেন কাদের মির্জা। আগামী ৭ ফেব্রুয়ারি রামপুরসহ কোম্পানীগঞ্জের আট ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে জানতে মেয়র আবদুল কাদের মির্জাকে একাধিকবার ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়। খুদে বার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নিজ এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের কোন্দলে এখানে কাউকে নৌকা প্রতীক দেওয়া হয়নি। এখানে সেতুমন্ত্রীর তিন ভাগনেসহ উভয় গ্রুপের নয়জন করে প্রার্থী হয়েছেন। ভাগনেদের বিরোধিতা করছেন মামা আবদুল কাদের মির্জা।
ইকবাল হোসেন মজনু/এফএ/জিকেএস