ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

‘হাঁসের মাংস’ বলে ‘ব্রয়লার’ খেতে দেওয়া সেই রেস্তোরাঁকে জরিমানা

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৭:২১ পিএম, ৩১ জানুয়ারি ২০২২

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ‘হাঁসের মাংস’ বলে ব্রয়লার খেতে দেওয়ার ঘটনায় রেস্তোরাঁ মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শুনানি শেষে এ জরিমানা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সামাদ এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে শুনানির জন্য উভয়পক্ষকে ডাকা হয়। শুনানিতে মাংসের প্রতারণার বিষয়টি প্রমাণিত হয়। পরে অভিযুক্ত নাচোলের বাসস্ট্যান্ড মোড়ের রাজ ফুড ক্যাসেল অ্যান্ড মিষ্টান্ন ভান্ডারের মালিক কামরুজ্জামান রুবেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। আইন মোতাবেক জরিমানার এক-চতুর্থাংশ টাকা অভিযোগকারী আমানুল্লাহর হাতে তুলে দেওয়া হয়।

Fine-(2).jpg

গত ২৬ ডিসেম্বর উপজেলার বাসস্ট্যান্ড মোড়ের রাজ ফুড ক্যাসেল অ্যান্ড মিষ্টান্ন ভান্ডারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ‘অর্ধেক খাওয়ার পর তারা জানলেন ‘হাঁস’ নয়, খাচ্ছিলেন ‘ব্রয়লার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে জাগোনিউজ২৪.কম।

অভিযোগের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, রাজশাহী থেকে কয়েকজন ঘুরতে এসেছিলেন নাচোল উপজেলার টিকইল গ্রামে। দুপুরে রাজ ফুড ক্যাসেল অ্যান্ড মিষ্টান্ন ভান্ডারে খেতে যান। এসময় তাদের কাছে হাঁসের মাংস চাইলে দেওয়া হয় হাঁসের সঙ্গে ব্রয়লারমিশ্রিত মাংস। পরে দেখে চিনে ফেলায় তারা ভুল স্বীকার করে মাংস ফিরিয়ে নেন।

এ ঘটনায় ২৮ ডিসেম্বর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ বরাবর লিখিত অভিযোগ করেন আমানুল্লাহ।

সোহান মাহমুদ/এসআর/এমএস