ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বান্দরবান জেলা প্রশাসকসহ ৩ ম্যাজিস্ট্রেট করোনা আক্রান্ত

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০৯:২৭ এএম, ৩১ জানুয়ারি ২০২২

বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজিসহ তিনি ম্যাজিস্ট্রেট করোনায় আক্রান্ত হয়েছেন।

রোববার (৩০ জানুয়ারি) সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কায়েসুর রহমান (রেভিনিউ ডেপুটি কালেক্টর, জেলা প্রশাসকের গোপনীয় শাখা ও রেজিস্ট্রেশন (লামা উপজেলা) এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুরাইয়া আক্তার সুইটি এবং আমি নিজেও করোনা আক্রান্ত।

স্বাস্থ্য বিভাগ জানায়, সোমবার (২৮ জানুয়ারি) জেলা প্রশাসকের রিপোর্ট পজিটিভ আসে। তিনি তার বাংলোতে হোম আইসোলেশনে রয়েছেন।

বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা জানান, বান্দরবানে দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা। সব থেকে বেশি আক্রান্ত সদরে।

তিনি আরও বলেন, জেলায় বর্তমানে আক্রান্তের সংখ্যা ৫৯০। এর মধ্যে সদরে ৪৫৯, আলীকদমে ২২, নাইক্ষ্যংছড়িতে ২০, লামায় ৪৯, রোয়াংছড়িতে ৩১, রুমায় ৭ ও থানচিতে দুইজন রয়েছেন।

জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি বলেন, করোনা নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসলেও আমি মোটামুটি সুস্থ আছি। তবে কাশি আছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলছে।

এএইচ/জেআইএম