ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে রিকশা র‌্যালি

প্রকাশিত: ১১:১৭ এএম, ০৭ জানুয়ারি ২০১৬

সকল শিশুদের স্কুলে ভর্তি ও ঝড়ে পড়া রোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএসের আয়োজনে ঠাকুরগাঁওয়ে রিকশা র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ঠাকুরগাঁও কালেক্টরেট চত্বরে এ র‌্যালি উদ্বোধন করেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। র‌্যালিটি শহর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে গিয়ে শেষ হয়। পরে এক সমাবেশে এসকেএসের নির্বাহী পরিচালক আম্বিয়াতুন জান্নাতের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন প্রীতি গাঙ্গুলী ও এমএ করিম।

বক্তারা বলেন, শিক্ষারহার বৃদ্ধি ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয়। তাই সময়মত সকল শিশুদের স্কুলে পাঠিয়ে সুশিক্ষিত করতে হবে এবং শিশুরা যেন শিক্ষা থেকে ঝড়ে না পড়ে এ ব্যাপারে প্রত্যেকে সচেতন থাকার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে অসংখ্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি, বেসরকারি সংস্থার প্রতিনিধিসহ রিকশা শ্রমিকেরা অংশ নেন।

রবিউল এহ্সান রিপন/এআরএ/এমএস