ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় কোটি টাকার ভারতীয় পণ্য আটক

প্রকাশিত: ১১:০৬ এএম, ০৭ জানুয়ারি ২০১৬

কুমিল্লা-১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অভিযানে কাভার্ডভ্যানসহ এক কোটি টাকার ভারতীয় পণ্য আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে চৌদ্দগ্রাম উপজেলার আনন্দপুর বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়। দুপুরে কুমিল্লা কাস্টমস অফিসে উদ্ধারকৃত মালামাল জমা রাখা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে কুমিল্লা-১০ বিজিবির সদস্যরা উপজেলার আনন্দপুর বিশ্বরোড এলাকায় একটি কাভার্ডভ্যানসহ ৬৪০টি ভারতীয় শাড়ি এবং দুই হাজার ৩২৮ মিটার প্যান্টের থান কাপড় মালিকবিহীন অবস্থায় আটক করা হয়।

কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোখলেসুর রহমান জাগো নিউজকে জানান, উদ্ধারকৃত ভারতীয় পণ্যের মূল্য এক কোটি ১৭ লাখ ৪৮ হাজার টাকা। আটক মালামাল বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।

কামাল উদ্দিন/এআরএ