নলকূপের পাইপে আটকে প্রাণ গেলো কিশোরীর
বগুড়ার দুপচাঁচিয়ায় গভীর নলকূপের ডেলিভারি পাইপের ভেতর আটকে রেহেনা খাতুন রেইন (১২) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেহেনা খাতুন উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আলতাফনগর বাজার এলাকার রেজাউল করিমের মেয়ে। সে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ছিল।
দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের লিডার ময়নুল ইসলাম জানান, শনিবার সকালে সবার অজান্তে বাড়ির পাশের মহুয়াকুড়ি জায়গায় গভীর নলকূপের পাইপের ভেতর আটকে পড়ে রেহেনা খাতুন। খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পাইপে আটকেপড়া দেখতে পান পরিবারের লোকজন। তারা তখনই ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে নলকূপের পাইপ ভেঙে রেহেনাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) মেম্বার মুনছুর আলী ওই কিশোরীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
এসআর/জেআইএম