ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফুলগাজীতে পানি ব্যবস্থাপনা অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৭:২২ পিএম, ২৯ জানুয়ারি ২০২২

ফেনীর ফুলগাজীতে মোবাইল অ্যাপের মাধ্যমে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) আওতাধীন পানি ব্যবস্থাপনা অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আবদুর রহমান মজুমদার মুহুরী সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা অ্যাসোসিয়েশনের সভাপতি, কবির আহাম্মেদ সহ-সভাপতি, সফিকুর রহমান সাধারণ সম্পাদক ও গিয়াস উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক এবং আবদুল বারী মজুমদার কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার মুন্সিরহাট ইউনিয়ন পরিষদ ভবনে অনুষ্ঠিত এ নির্বাচন সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও চিফ ইনোভেশন কর্মকর্তা মো. আজাদুর রহমান মল্লিক।

দেশের প্রথমবারের মতো অনলাইনে ভোটাভোটির নির্বাচন পরিদর্শন ও পর্যবেক্ষণকালে পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. মাহবুবর রহমান, প্রধান পানি ব্যবস্থাপনা বোর্ডের প্রধান মাহফুল আহমেদ ও ইনোভেশন কর্মকর্তা আরিফ ইকরামুল আজিমসহ বোর্ডের উচ্চ পদস্থ কর্মকর্তা ও সংশ্লিষ্ট মাঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পানি উন্নয়ন বোর্ডের ফেনীর নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন বলেন, নির্বাচনে ২০ জন ভোটার প্রথমবারের মতো অনলাইনে ভোটাধিকার প্রয়োগ করে তাদের অ্যাসোসিয়েশনের নেতা নির্বাচন করেছেন। পানি উন্নয়ন বোর্ডের উদ্ভাবন ও পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে এটিই সর্বপ্রথম ভোট গ্রহণ কার্যক্রম ছিল।

নুর উল্লাহ কায়সার/এসজে/জেআইএম