ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মমেকের করোনা ইউনিটে ৫ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ০৯:২৯ এএম, ২৯ জানুয়ারি ২০২২

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসকসহ আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন করোনায় ও উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারী) সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

মৃতরা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার ডা. জাহেদুল ইসলাম (৬১), ঈশ্বরগঞ্জের মিম আক্তার (১৮), জামালপুরের রঘুনাথপুরের হালিম মিয়া (৬০), কিশোরগঞ্জের করিমগঞ্জের আশালতা সরকার (৬৮) ও টাঙ্গাইলের মধুপুরের সামাদ (৫৫)।

তিনি বলেন, আইসিইউতে চিকিৎসাধীন ৬ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৮৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। চিকিৎসাধীন ৮৬ জনের মধ্যে ৪৮ জন করোনা আক্রান্ত। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৩৭৭টি নমুনা পরীক্ষা করে ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

মঞ্জুরুল ইসলাম/এফএ/এমএস