ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাটিরাঙ্গায় প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৯:১৯ এএম, ০৭ জানুয়ারি ২০১৬

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সমাজসেবা অধিদফতর থেকে ভাতাপ্রাপ্ত শারীরিক, বাক ও দৃষ্টি প্রতিবন্ধী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় মাটিরাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌরসভার নব নির্বাচিত মেয়র ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামছুল হক।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমানের সভাপতিত্বে কম্বল বিতরণী অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আবুল কাশেম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজকুমার শীল, মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর ও নারী কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।  

প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা পৌরসভার নব-নির্বাচিত মেয়র মো. শামছুল হক বলেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই অংশ। অন্যদের মতো তারাও জনপ্রতিনিধি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। আর তাই তারাও সমানভাবেই সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রাখে। তিনি যেকোন সরকারি বরাদ্ধে প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিতে কাউন্সিলরদের পরামর্শ দিয়ে বলেন, প্রতিবন্ধীদের সহযোগিতার নামে হয়রানি কোনভাবেই মেনে নেয়া হবে না।

মাটিরাঙ্গা পৌরসভার বাদ যাওয়া প্রকৃত প্রতিবন্ধীদের নাম সমাজসেবা বিভাগে তালিকাভুক্ত করতে কাউন্সিলরদের দৃষ্টি আকর্ষণ করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান বলেন, প্রতিবন্ধীদের ফেলনা ভাবা যাবে না। সকলকে সহযোগিতার মনোভাব নিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে।

এসএস/পিআর