ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

টাঙ্গাইলে আরও ১৩৭ জনের করোনা পজিটিভ

আরিফ উর রহমান টগর | প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ২৭ জানুয়ারি ২০২২

গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে আরও ১৩৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৪ দশমিক ৬২ শতাংশ।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘৩০৭ নমুনা পরীক্ষায় ১৩৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৯১ জন, ঘাটাইলে ১২জন, কালিহাতীতে ২১ জন, নাগরপুরে ৬ জন, দেলদুয়ারে ৩ জন, বাসাইল, মির্জাপুর, গোপালপুর ও ধনবাড়ী উপজেলায় একজন করে শনাক্ত হয়েছেন।’

আরিফ উর রহমান টগর/আরএইচ/জেআইএম