ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শার্শায় তিন দিনব্যাপি ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম শুরু

প্রকাশিত: ০৮:০২ পিএম, ০৬ জানুয়ারি ২০১৬

চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌঁছানোর লক্ষ্যে যশোরের শার্শায় তিন দিনব্যাপি ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়েছে। জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের উদ্যোগে সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত দেশের প্রতিটি উপজেলায় দুস্থ মানুষের বাত ব্যাথা ও প্রতিবন্ধীদের সকল প্রকার চিকিৎসা কার্যক্রম শুরু করেছে।

যশোর জেলা প্রশাসক ড. মোহাম্মদ হুমায়ুন কবীরে নির্দেশে ও শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্ববধানে শার্শায় প্রথম এ চিকিৎসা সেবা কার্যক্রম মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে।

সকাল থেকে উপজেলা পরিষদের সামনে ভ্রাম্যমাণ চিকিৎসা টিমের ক্লিনিক্যাল ফিজিও থেরাপি ডাক্তার গাউছুল আযম মঙ্গলবার ৭৩ জন ও বুধবার বিকেল পর্যন্ত ১শ‘ রোগীকে চিকিৎসা প্রদান করেন।

এ সময় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম, সমাজসেবা কর্মকর্তা খান আনিছুর রহমান, থেরাপি সহকারী সোলায়মান হোসেন ও অডিও মেট্রিসিয়ান মুসলিম উদ্দিন উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

মো. জামাল হোসেন/বিএ