ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনায় ফের বেড়েছে করোনা শনাক্তের সংখ্যা

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ০৩:১২ পিএম, ২৩ জানুয়ারি ২০২২

খুলনা বিভাগে একদিনের ব্যবধানে ফের বেড়েছে শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলায় ৪৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে একজনের মৃত্যু হয়েছে।

এর আগে, শনিবার ১৬৩ জনের করোনা শনাক্ত এবং দুইজনের মৃত্যু হয়েছিল।

রোববার (২৩ জানুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী খুলনায় ১৫৩ জন, বাগেরহাটে ২০ জন, সাতক্ষীরা ১১ জন, যশোরে ১৯৪ জন, নড়াইলে চারজন, মাগুরায় ১০ জন, ঝিনাইদহে ৪৭ জন, কুষ্টিয়ায় ২৭ জন, চুয়াডাঙ্গায় ১৩ জন ও মেহেরপুরে আটজন আক্রান্ত হয়েছেন।

আলমগীর হান্নান/আরএইচ/জিকেএস