খুলনা বিভাগে দুই জনের মৃত্যু, শনাক্ত ১৬৩
খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন আরও ১৬৩ জন।
শনিবার (২২ জানুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় খুলনায় একজন ও ঝিনাইদহে একজন মারা গেছেন। একই সময়ে খুলনা বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ১৬৩ জন। এর মধ্যে সর্বোচ্চ কুষ্টিয়া জেলায় ৮১ জন, খুলনায় ৬০ জন, ঝিনাইদহে ১৮ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া নড়াইলে তিন জন ও চুয়াডাঙ্গায় একজনের করোনা শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে আরও জানা যায়, খুলনা বিভাগে করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ১৫ হাজার ৫৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ৪২৭ জন।
খুলনা ২০০ শয্যা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর (৭০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। আর শুক্রবার সকাল পর্যন্ত হাসপাতালের ১৭ জন রোগী ভর্তি রয়েছে। এরমধ্যে রেড জোনে আটজন এবং ইয়েলো জোনে ৯ জন চিকিৎসাধীন রয়েছেন।
আলমগীর হান্নান/এসজে/এমএস