ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সপরিবারে করোনায় আক্রান্ত কোম্পানীগঞ্জ রিটার্নিং কর্মকর্তা

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৮:২৭ এএম, ২১ জানুয়ারি ২০২২

সপ্তম ধাপের ইউপি নির্বাচনের নোয়াখালী কোম্পানীগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. বেলাল হোসেন (৩৪) সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি চরপার্বতী ও চরহাজারী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার কোম্পানীগঞ্জের ৪২ জনের করোনা পজিটিভ এসেছে। এরমধ্যে কৃষি কর্মকর্তা মো. বেলাল হোসেন, তার স্ত্রী হাবিবা খানম (২৭) ও ছেলে হাবিব আল ওয়াসীও (২ বছর ৮ মাস) রয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দুই হাজার ৪৮৬ জন।’

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. বেলাল হোসেন বলেন, ‘শনিবার মনোনয়নপত্র বাছাইয়ের দিন থেকে আমার গায়ে জ্বর আসে। পরে পরিবারের অন্য দুই সদস্যের শরীরেও লক্ষণ দেখা দিলে বুধবার (১৯ জানুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার নমুনা দিলে পজিটিভ আসে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল হক মীর জাগো নিউজকে বলেন, ‘করোনা আক্রান্তের বিষয়টি লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানানোর জন্য ওই রিটার্নিং কর্মকর্তাকে বলা হয়েছে। নির্বাচন কমিশনের পরবর্তী সিদ্ধান্ত মোতাবেক পদক্ষেপ নেওয়া হবে।’

এর আগে প্রচারণায় নেমে চরহাজারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমানে চেয়ারম্যান মো. নুরুল হুদা এবং তার বড় ছেলে যুবলীগের কেন্দ্রীয় সদস্য মো. নুরুল করিম জুয়েল করোনা আক্রান্ত- হয়ে ঢাকায় চিকিৎসাধীন।

উল্লেখ্য, ৭ ফেব্রুয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জের আট ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে চেয়ারম্যান পদে ৪৩, সংরক্ষিত নারী মেম্বার পদে ৮৬ ও সাধারণ মেম্বার পদে ৩২৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ২২ জানুয়ারি প্রত্যাহারের শেষদিন ও ২৩ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া তারিখ রয়েছে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জিকেএস