ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জাগো নিউজে প্রতিবেদন প্রকাশ : কৃষি পুরস্কারে মনোনীত শিক্ষক দম্পতি

প্রকাশিত: ০৮:৫৪ এএম, ০৬ জানুয়ারি ২০১৬

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি গ্রামের কমলা চাষ নিয়ে জাগো নিউজে একটি প্রতিবেদন প্রকাশের পর ওই দম্পতিকে ২০১৫ সালের বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারের জন্য মনোনীত করেছে কৃষি মন্ত্রণালয়।

বুধবার সকালে ওই দম্পতি হাতীবান্ধা কৃষি অফিস থেকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯ টায় ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে কৃষিতে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ওই দম্পতি ফাতেমা খাতুন মজুমদার ও খলিলুর রহমানকে প্রদান করবেন।

প্রসঙ্গত, শিক্ষক দম্পতি ফাতেমা খাতুন মজুমদার ও খলিলুর রহমান শিক্ষকতার পাশাপাশি নিবিড় মমতায় তিল তিল করে মেধা, মনন ও শ্রম দিয়ে কমলা চাষে নিজেদের সাফল্যের নজির স্থাপন করেন। যা এলাকার শতশত মানুষকে এ ফলটি উৎপাদনে প্রেরণা যোগাচ্ছে। এই দম্পতি উপজেলার মিলনবাজার মোজাম্মেল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান ও পশ্চিম সারডুবি গ্রামের পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা খাতুন মজুমদার।

একটি মাত্র কমলা গাছ থেকে ২০১১ সালে বীজ সংগ্রহ করে চারা করে তা রোপণ করে দৃষ্টিনন্দন কমলা বাগান করেছেন তারা। এ বছর ৫০টি গাছে কমলা ধরায় বাগানে সৌন্দর্য্য বৃদ্ধি পায়। বর্তমানে দেড় একর জমিতে প্রায় ৩৫০টি ছোট-বড় কমলা গাছ রয়েছে। এ বছর মা গাছটিতে প্রায় সাত থেকে আটশত কমলা ধরেছে।

হাতীবান্ধা উপজেলা কৃষি অফিসার আনোয়ার হোসেন জাগো নিউজকে জানান, কৃষি মন্ত্রণালয় থেকে টেলিফোনে ২০১৫ সালে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারের জন্য ওই দম্পতিকে মনোনীত করা হয়েছে।  

রবিউল হাসান/এমএএস/আরআইপি

আরও পড়ুন