ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভোট ঘিরে নারায়ণগঞ্জে উৎসবের আমেজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:২৪ এএম, ১৬ জানুয়ারি ২০২২

প্রায় সোয়া পাঁচ লাখ ভোটারের নগরী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর উৎসবের আমেজে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় ভোট শুরুর পর ভোটারদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আনন্দঘন পরিবেশে ফিরতে দেখা গেছে। ভোট ঘিরে পুরো শহর উৎসবময় হয়ে উঠেছে।

এদিন ভোট শুরুর আগে থেকেই বিভিন্ন কেন্দ্রে জড়ো হতে থাকেন ভোটাররা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও বাড়তে থাকে। ভোট শুরুর প্রথম আড়াই ঘণ্টায় সকাল সাড়ে ১০টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

২৭টি সাধারণ ওয়ার্ড এবং ৯টি সংরক্ষিত ওয়ার্ডসহ ১৯২টি ভোটকেন্দ্রে মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন এবং নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। সব কেন্দ্রে ভোট হচ্ছে ইভিএম পদ্ধতিতে।

jagonews24

ভোট ঘিরে সকাল থেকে প্রতিটি কেন্দ্রের সামনে প্রার্থী, সমর্থক ও ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোটকেন্দ্রের বাইরে শহরের বিভিন্ন অলিগলিতেও ভোটের উত্তাপ বিরাজ করছে।

এবারের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। ভোটের মাঠে তার অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে অব্যাহতি পাওয়া স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯, ১০ ও ১১ ওয়ার্ডের বিভিন্ন কেন্দ্র ঘুরে জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক মফিজুল সাদিক জানিয়েছেন, প্রতিটি ভোটকেন্দ্রে সুন্দর পরিবেশ বিরাজ করছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। এখনো পর্যন্ত (সকাল সাড়ে ১০টা) কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

jagonews24

নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন কেন্দ্র ঘুরে জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক মুসা আহমেদ জানান, বেশ উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। কেন্দ্রে ভোটারদের উপস্থিতিও বেশ ভালো। প্রথম ঘণ্টাতেই ১৬ নম্বর ওয়ার্ডের শিশুবাগ বিদ্যালয়ে ৪ শতাংশ ভোট পড়েছে।

শিশুবাগ বিদ্যালয়ের নারী কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল জাগো নিউজকে বলেন, নারীদের আঙুলের ছাপ মিলাতে কিছুটা দেরি হচ্ছে। তবে কেন্দ্রে প্রচুর ভোটার উপস্থিতি রয়েছে। তার কেন্দ্রে মোট ভোটার দুই হাজার ৬৮ জন। এর মধ্যে এক নম্বর বুথে ভোট দিয়েছেন ১২ জন, দুই নম্বর বুথে ১৮ জন, তিন নম্বর বুথে ২১ জন, চার নম্বর বুথে ১৮ জন ও পাঁচ নম্বর বুথে ১৩ জন।

বন্দর থানার আওতাভুক্ত ২১ ও ২২ নম্বর ওয়ার্ড ঘুরে ভোটের পরিবেশ দেখছেন জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক আবদুল্লাহ আল মিরাজ। তিনি জানান, প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি রয়েছে। কোনো প্রকার বিঘ্ন ছাড়াই প্রথম আড়াই দুই ঘণ্টায় পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন ভোটাররা। প্রার্থীদের কোনো অভিযোগ নেই।

jagonews24

সিদ্ধিরগঞ্জের আওতাভুক্ত ১, ২, ৪ ও ৬ নম্বর ওয়ার্ড ঘুরে জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক তৌহিদুজ্জামান তন্ময় জানান, এখানকার প্রতিটি ওয়ার্ডে আইনশৃঙ্খলা বাহিনীর যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। কোনো ধরনের বাধা-বিপত্তি ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা।

তিনি বলেন, প্রথম দুই ঘণ্টার ভোটার, প্রার্থী, সমর্থকদের কারো কাছ থেকে কোনো ধরনের অভিযোগের খবর পাওয়া যায়নি। প্রতিটি ভোটকেন্দ্রে যথেষ্ট ভোটার উপস্থিতি রয়েছে। ভোটগ্রহণ শুরুর আগেই ভোটাররা কেন্দ্রে উপস্থিতি হয়েছেন। বেলা বাাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও বাড়ছে।

নারায়ণগঞ্জ নগরীর প্রাণকেন্দ্র চাষাড়ার বিভিন্ন কেন্দ্র ঘুরে জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক রাসেল মাহমুদ জানান, সিটি করপোরেশনের ভোট ঘিরে চাষাড়া এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। ভোটকেন্দ্রের বাইরে প্রার্থীর সমর্থকরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অবস্থান করছেন।

jagonews24

এদিকে ইভিএমে ভোট দিয়ে বেশ সন্তোষ প্রকাশ করতে দেখা যাচ্ছে ভোটারদের। পঞ্চাশোর্ধ্ব রাশিদা বেগম নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ভোট দিয়ে জাগো নিউজকে বলেন, এবার নিয়ে তিনবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচনের ভোট দিলাম। এর আগে ব্যালট পেপারে সিল মেরে ভোট দিয়েছি। এবারই প্রথম ইভিএম মেশিনের মাধ্যমে ভোট দিলাম।

তিনি বলেন, ইভিএমে ভোট দেওয়া খুবই সহজ। ভোট দিতে কোনো ধরনের সমস্যা হয়নি। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি। আশা করি, আমার পছন্দের প্রার্থীরা বিজয়ী করবেন। ব্যালটের চেয়ে ইভিএম পদ্ধতিই ভালো। ভোট দিতে কোনো ঝামেলা নেই।

বয়স্কদের পাশাপাশি তরুণরাও ইভিএমে ভোট দিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন। স্নাতকোত্তর পড়ুয়া শিক্ষার্থী সানজিদা ইসলাম জাগো নিউজকে বলেন, ইভিএমে খুব সহজেই ভোট দিয়েছি। কোনো ধরনের সমস্যা হয়নি। ভোটকেন্দ্রে ভিড় কম। তাই কেন্দ্রে আসার সঙ্গে সঙ্গে ভোট দিতে পেরেছি।

তিনি বলেন, নারায়ণগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। আশা করি মেয়র ও কাউন্সিলর পদে যাদের কে ভোট দিয়েছে সবাই পাস করবেন।

jagonews24

বানু মন্ডল নামের আর এক ভোটর বলেন, সকাল সাড়ে ৮টায় ভোট দিয়েছি। নিজের ভোট দেওয়া শেষে স্ত্রীকে ভোট দিতে নিয়ে আসলাম। পরিবেশ ভালোই। কোনো ঝামেলা হয়নি।

আর এক ভোটার মো. আবুল হোসেন বলেন, কোনো ঝামেলা নাই। নিরাপত্তা বেশ ভালো রয়েছে। যোগ্য প্রার্থীরা জিতুক।

আইরিন সুলতানা নামের এক ভোটার বলেন, ভোট দিয়ে ভালো লাগছে। সিলের চেয়ে বেশি সহজ ইভিএমএ। কোনো ঝামেলা নাই। সকালেই এলাম যেন কোনো ঝামেলায় না পড়ি। লাইন ধরতে হয়নি। তাড়াতাড়ি ও সহজে ভোট দিতে পেরেছি।

নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবুল কালাম আজাদ জাগো নিউজকে বলেন, নির্ধারিত সময় সকাল ৮টা থেকেই আমরা ভোটগ্রহণ শুরু করেছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে যাচ্ছেন। এখানে পরিবেশ বেশ ভালো। কোনো ধরনের সমস্যা নাই।

এদিকে ভোটকেন্দ্রের বাইরেও পুরো নারায়ণগঞ্জ শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নারায়ণগঞ্জ ক্লাব সংলগ্ন একটি হোটেলের কর্মী মিলন বলেন, ভোটের আগে মনে হয়েছিল ভোটের দিন নারায়ণগঞ্জ শহরে উত্তেজনাকর পরিবেশ বিরাজ করবে। তবে এখনো পর্যন্ত নারায়ণগঞ্জ শহরের পরিবেশ বেশ ভালো। শহরের মানুষরা হাসিমুখে ভোট দিতে যাচ্ছেন।

২০১১ সালে নির্দলীয় ভোটে আওয়ামী লীগ দলীয় নেতাদের সমর্থনপুষ্ট এ কে এম শামীম ওসমানকে এক লাখের বেশি ভোটে হারিয়ে দেশের প্রথম নারী মেয়র হয়েছিলেন সেলিনা হায়াৎ আইভী। ২০১৬ সালে দ্বিতীয় মেয়াদে নৌকার মনোনয়ন নিয়ে মেয়র পদে নির্বাচিত হন। ফলে এবারের নির্বাচনের ফলাফল নিজের পক্ষে থাকালে নারায়ণগঞ্জের মেয়র হিসেবে হ্যাট্টিক জয় পাবেন আইভী।

পরের বার ২০১৬ সালে দলীয় প্রতীকে আওয়ামী লীগের নৌকা নিয়ে আইভী বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে পৌনে এক লাখ ভোটে হারিয়ে দেন। নারায়ণগঞ্জের মেয়র নির্বাচিত হওয়ার আগে আইভী আট বছর নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

এবারের নির্বাচনে এই হেভিওয়েট প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে আহ্যাহতি পাওয়া হাতি প্রতীকের প্রার্থী তৈমূর আলম খন্দকার। এবার নির্বাচনে নেমে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ হারানো তৈমূর ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তবে পরবর্তীতে দলের নির্দেশে ভোট থেকে সরে দাঁড়ান তিনি।

বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ২০১৮ সালে গ্রেফতার হওয়া এই বিএনপি নেতা এবার দলীয় নির্দেশ অমান্য করেই প্রথমবারের মতো নারায়ণগঞ্জ সিটি কপোরেশনের নগরপিতা হওয়ার আশায় নির্বাচনের মাঠে নেমেছেন।

নাসিক নির্বাচনে এবার আইভী ও তৈমূর ছাড়াও মেয়র পদে আরও পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সংরক্ষিত ৯টি ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ৩৪ জন এবং ২৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোটে লড়ছেন ১৪৮ জন। মোট ভোটকেন্দ্র রয়েছে ১৯২টি।

এমএএস/এমকেআর/এমএস

টাইমলাইন

  1. ০৫:০৪ পিএম, ১৭ জানুয়ারি ২০২২ মিষ্টি নিয়ে তৈমূরের বাসায় আইভী
  2. ০২:৩৭ এএম, ১৭ জানুয়ারি ২০২২ নাসিকে আওয়ামী লীগের ১৪ ও বিএনপির ৯ কাউন্সিলর জয়ী
  3. ১০:২৪ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ ঢোলের তালে আইভীর বাড়ি মাতিয়ে রেখেছেন শিপু
  4. ০৯:৪১ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ তৈমূর চাচার বাসায় মিষ্টি নিয়ে যাবো, পরামর্শ নিয়ে কাজ করবো: আইভী
  5. ০৯:২৯ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ ইভিএমের কারচুপির জন্যই পরাজয়: তৈমূর
  6. ০৮:৪৬ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ আমি বসিনি, আমার দল বসে গিয়েছিল: তৈমূর
  7. ০৭:৪৯ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ আইভীর হ্যাটট্রিক
  8. ০৬:৪৭ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ নাসিকে ভোট পড়েছে ৫০ শতাংশ: ইসি
  9. ০৫:৪৫ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ সব কেন্দ্রের ফল: নৌকা ১৫৯০৯৭, হাতি ৯২১৬৬
  10. ০৫:০১ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ কারচুপি না হলে জনগণের রায় মেনে নেব: তৈমূর
  11. ০৪:৫০ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ ‘খেলা চলছে, এই খেলাতে আমরা জিতবো’
  12. ০৪:৩৪ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ নৌকা বিপুল ভোটে জয়ী হবে: শামীম ওসমান
  13. ০৪:২৭ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ নাসিক নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
  14. ০৪:১১ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ বিশৃঙ্খল পরিবেশ, প্রিসাইডিং অফিসারের অসহায়ত্ব প্রকাশ
  15. ০৪:০৩ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ নাসিক নির্বাচনে বেড়েছে অটোরিকশার কদর
  16. ০৩:৫১ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ ‘জীবনের প্রথম ভোট ইভিএমে দিতে পেরে আমি ধন্য’
  17. ০৩:৪২ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ শেষ বেলায় ভোট দিলেন শামীম ওসমান
  18. ০৩:৩১ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ ক্রাচে ভর করে এসে ভোট দিলেন সত্তরোর্ধ্ব মনির
  19. ০৩:১৭ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ কেন্দ্রের সামনে জটলা, শৃঙ্খলা ফেরাতে লাঠিচার্জ
  20. ০৩:০১ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ তৈমূরের পথ আটকে নৌকার স্লোগান ছাত্রলীগের
  21. ০২:৫১ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ কাউন্সিলরের পক্ষে স্লোগান, র‌্যাবের ধাওয়া
  22. ০২:০০ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ ৫৫ থেকে ৬০ শতাংশ ভোট পড়তে পারে: পর্যবেক্ষক
  23. ০১:৫৭ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ ‘আপনি কি ভোটার, আইডি কার্ড কোথায়?’
  24. ০১:২৩ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ ‘সরকারের বিশ্বাসযোগ্যতা বাড়াতে নাসিক নির্বাচন সুষ্ঠু হওয়া উচিত’
  25. ০১:২০ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ জেলা আ’লীগ সভাপতির সঙ্গে বুক মেলালেন তৈমূর
  26. ১২:৫১ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ ইভিএমের কারণে ভোটগ্রহণে ধীরগতি, অভিযোগ তৈমূরের
  27. ১২:৪৩ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ ভোট দিলেন তৃতীয় লিঙ্গের দুই ভোটার
  28. ১২:৩৫ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ নারী ভোটকেন্দ্রে পুরুষের ভিড়!
  29. ১২:২৮ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ নারায়ণগঞ্জ শহরজুড়ে বিজিবির কড়া টহল
  30. ১২:১৭ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ ভোটকেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের হাতাহাতি
  31. ১২:১২ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ দুপুর পর্যন্ত দেখা মেলেনি শামীম ওসমানের
  32. ১২:০৭ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ এক কেন্দ্রে যত নারী ভোটার, দুই কেন্দ্রেও তত পুরুষ নেই
  33. ১২:০৫ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ ভোট দিয়ে আনন্দিত শতবর্ষী সুশমা
  34. ১১:৫৯ এএম, ১৬ জানুয়ারি ২০২২ পৌনে তিন ঘণ্টায় ১৫ শতাংশ ভোট
  35. ১১:৪২ এএম, ১৬ জানুয়ারি ২০২২ কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে, অভিযোগ খোরশেদের স্ত্রীর
  36. ১১:৩০ এএম, ১৬ জানুয়ারি ২০২২ নারী ভোটারদের উপচেপড়া ভিড়, ইভিএমে ভোট দিতে পেরে সন্তুষ্ট
  37. ১১:২৪ এএম, ১৬ জানুয়ারি ২০২২ ভোট ঘিরে নারায়ণগঞ্জে উৎসবের আমেজ
  38. ১১:১৪ এএম, ১৬ জানুয়ারি ২০২২ ইভিএমে মেয়রের প্রতীক খুঁজে না পাওয়ার অভিযোগ
  39. ১১:১২ এএম, ১৬ জানুয়ারি ২০২২ শতভাগ নিশ্চিত নৌকা জিতবেই: আইভী
  40. ১১:০৯ এএম, ১৬ জানুয়ারি ২০২২ ‘ইভিএমে টিপ দিয়েছি, ভোট হইলো কি না বুঝিনি’
  41. ১০:১৮ এএম, ১৬ জানুয়ারি ২০২২ ‘মেশিনের ভোটই ভালো’
  42. ১০:০২ এএম, ১৬ জানুয়ারি ২০২২ আইভীর কেন্দ্রে প্রথম ঘণ্টায় ভোট পড়েছে ৪ শতাংশ
  43. ০৯:৫৯ এএম, ১৬ জানুয়ারি ২০২২ বন্দরের এক কেন্দ্রে প্রথম ঘণ্টায় ভোট পড়েছে ৬৩টি
  44. ০৮:৪৯ এএম, ১৬ জানুয়ারি ২০২২ নির্বাচন সুষ্ঠু হলে লক্ষাধিক ভোটে জয়ী হবো: তৈমূর
  45. ০৮:৩১ এএম, ১৬ জানুয়ারি ২০২২ ভোট দিলেন তৈমূর
  46. ০৭:৫৭ এএম, ১৬ জানুয়ারি ২০২২ নাসিক নির্বাচন : বর্জন নাকি অর্জন?
  47. ০৫:৫২ এএম, ১৬ জানুয়ারি ২০২২ না’গঞ্জ সিটিতে সকালে শুরু ভোটের লড়াই
  48. ০১:২০ এএম, ১৬ জানুয়ারি ২০২২ নাসিক নির্বাচন: কে কোথায় ভোট দেবেন
  49. ১১:৩১ পিএম, ১৫ জানুয়ারি ২০২২ নিরাপত্তার চাদরে নারায়ণগঞ্জ
  50. ১১:১৪ পিএম, ১৫ জানুয়ারি ২০২২ রোববার নারায়ণগঞ্জবাসীর গণরায়
  51. ১০:৩৫ পিএম, ১৫ জানুয়ারি ২০২২ রাত পোহালেই নারায়ণগঞ্জ সিটিতে ভোটের লড়াই
  52. ০৯:৪৭ পিএম, ১৫ জানুয়ারি ২০২২ নারায়ণগঞ্জে রাত থেকেই ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
  53. ০৮:৪১ পিএম, ১৫ জানুয়ারি ২০২২ তৈমূরের ১০ সমর্থক গ্রেফতার
  54. ০৬:১৮ পিএম, ১৫ জানুয়ারি ২০২২ না’গঞ্জের নির্বাচন জাতীয় পর্যায়ে উদাহরণ সৃষ্টি করবে: কৃষিমন্ত্রী
  55. ০৩:৫৪ পিএম, ১৫ জানুয়ারি ২০২২ ভোটের দিন নারায়ণগঞ্জে জাতীয় পরিচয়পত্র ছাড়া চলাচলে নিষেধাজ্ঞা
  56. ০৩:২৭ পিএম, ১৫ জানুয়ারি ২০২২ নির্বাচন শান্তিপূর্ণ হবে: নারায়ণগঞ্জ ডিসি
  57. ০৩:০৫ পিএম, ১৫ জানুয়ারি ২০২২ যেসব এলাকায় রোববার বন্ধ থাকবে ব্যাংক
  58. ১২:৫৭ পিএম, ১৫ জানুয়ারি ২০২২ মরে গেলেও মাঠ ছাড়বো না: তৈমূর
  59. ০৮:৪১ এএম, ১৫ জানুয়ারি ২০২২ একান্ত সাক্ষাৎকারে আইভীর কিছু কথা
  60. ০৯:২০ পিএম, ১৪ জানুয়ারি ২০২২ নৌকাকে রোধ করার ক্ষমতা কারও নেই: আইভী
  61. ০৯:০৩ পিএম, ১৪ জানুয়ারি ২০২২ নাসিক নির্বাচন: প্রতি কেন্দ্রে থাকবে ২৬ জনের ফোর্স
  62. ০৪:২৮ পিএম, ১৪ জানুয়ারি ২০২২ নারায়ণগঞ্জকে শান্তির শহর বানাবো: মুফতি মাসুম বিল্লাহ
  63. ০১:৫০ পিএম, ১৪ জানুয়ারি ২০২২ আমাকে হারাতে অনেক পক্ষ এক হয়েছে: আইভী
  64. ১২:৩২ পিএম, ১৪ জানুয়ারি ২০২২ নির্বাচন কমিশন শুধু আশ্বাস দিয়েছে ব্যবস্থা নেয়নি: তৈমূর
  65. ০৬:৫৭ পিএম, ১৩ জানুয়ারি ২০২২ নাসিক নির্বাচন: শুক্রবার ইভিএমে ভোট দেওয়া শেখাবে ইসি
  66. ০৫:৩২ পিএম, ১৩ জানুয়ারি ২০২২ ভোটের ফল পাল্টে দিতে পারে ইসি: বদিউল আলম মজুমদার
  67. ০৯:০৮ পিএম, ১২ জানুয়ারি ২০২২ তৈমূরের পক্ষে ভোট চাইলেন আসিফ
  68. ০৭:১০ পিএম, ১২ জানুয়ারি ২০২২ উদাহরণ হবে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন: সিইসি
  69. ০৩:১৬ পিএম, ১২ জানুয়ারি ২০২২ নাসিক নির্বাচন: জেলে থেকেও ভোটার-প্রার্থীদের আতঙ্ক নূর হোসেন
  70. ০২:৫৪ পিএম, ১২ জানুয়ারি ২০২২ কেন্দ্র পাহারা দেবে জনগণ: তৈমূর
  71. ০৮:১৭ পিএম, ১১ জানুয়ারি ২০২২ নারায়ণগঞ্জে নৌকাকে জয়ী করতে সবাই ঐক্যবদ্ধ
  72. ০৩:০৯ পিএম, ১১ জানুয়ারি ২০২২ নানকের ঘুঘুর পর তারা আমাকে ফাঁদ দেখাচ্ছেন: তৈমূর
  73. ০২:৪২ পিএম, ১১ জানুয়ারি ২০২২ কে আসবে, কে আসবে না সেটা আমার দেখার বিষয় না: আইভী
  74. ০১:২৯ পিএম, ১১ জানুয়ারি ২০২২ নানান সমীকরণে না’গঞ্জে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
  75. ১০:০৬ পিএম, ১০ জানুয়ারি ২০২২ দুই মামলায় গ্রেফতার দেখানো হলো সেই রবিকে
  76. ০৮:৪৪ পিএম, ১০ জানুয়ারি ২০২২ নাসিক ভোটে জাপার নেতাকর্মীরা সমর্থন দিলে ব্যবস্থা
  77. ০৭:৩৫ পিএম, ১০ জানুয়ারি ২০২২ তৈমূরের নির্বাচনী সমন্বয়ক রবি আটক
  78. ০৪:০২ পিএম, ১০ জানুয়ারি ২০২২ শামীম ওসমান কীসের প্রচারণা করবেন জানি না: আইভী
  79. ০৭:১৮ পিএম, ০৯ জানুয়ারি ২০২২ ঘুঘু দেখেছেন, ফাঁদ দেখেন নাই: নানক
  80. ০৬:০৪ পিএম, ০৯ জানুয়ারি ২০২২ আইভীর বাবা বেঁচে থাকলে আমার পক্ষে নির্বাচন করতেন: তৈমূর
  81. ০৫:২৪ পিএম, ০৯ জানুয়ারি ২০২২ গডফাদার তার ৩০ বছরের উপাধি: আইভী
  82. ১১:৫৯ এএম, ০৯ জানুয়ারি ২০২২ আইভীর পক্ষে কাজ করতে ‘চাপ প্রয়োগের’ অভিযোগ
  83. ১১:০৪ পিএম, ০৮ জানুয়ারি ২০২২ প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ভোটার হলে তার কাছেও ভোট চাইতাম: তৈমূর
  84. ০৬:২৩ পিএম, ০৮ জানুয়ারি ২০২২ আইভী বিপুল ভোটে বিজয়ী হবে: নানক