ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

না’গঞ্জের ডিসির সঙ্গে নানকসহ আ’লীগ নেতাদের বৈঠক

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ১৩ জানুয়ারি ২০২২

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। এসময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম ও সাংগঠিক সম্পাদক মির্জা আজমসহ আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে জাহাঙ্গীর কবির নানক বলেন, আমরা বিশ্বাস করি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনটি অত্যন্ত শান্তিপূর্ণ এবং উৎসব ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে।

jagonews24

হঠাৎ রাতের বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘এখানে সন্দেহের কোনো কারণ নেই। আমরা কোনো গোপন বৈঠক করিনি। আমরা প্রধান ফটক দিয়েই ঢুকেছি এবং প্রধান ফটক দিয়েই বের হচ্ছি। কাজেই এখানে গোপনীয় কোনো বিষয় নেই।’

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘দেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা একটি দল করি, দলের নির্বাচন পরিচালনার দায়িত্বে আছি। আমরা তো আসতেই পারি জেলা প্রশাসকের কাছে আলাপ করতে। যেন একটি সুষ্ঠু, অবাধ-নিরপেক্ষ নির্বাচন হয়। কোনোভাবেই যেন নারায়ণগঞ্জের শান্তি ভঙ্গ না হয়। এ ব্যাপারে তো আমরা আবেদন রাখতেই পারি।’

শান্তিপূর্ণ পরিবেশে নাসিক নির্বাচন অনুষ্ঠিত হবে—এমন আশা প্রকাশ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপার আশ্বস্ত করেছেন আগামীকাল (১৪ জানুয়ারি) থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক পরিমাণ সদস্য মাঠে থাকবেন। র্যাব-পুলিশসহ সাদা পোশাকে পুলিশ থাকবে, যাতে কোনো ধরনের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত না হয়।’

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এএসএম