টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে পিকআপ চালকসহ নিহত ২
টাঙ্গাইলে কালিহাতী ও ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে পিকআপ চালকসহ দুইজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে পিকআপ চালকের পরিচয় পাওয়া গেলেও অপর বৃদ্ধার পরিচয় পাওয়া যায়নি।
নিহত পিকআপ চালক ঘাটাইল উপজেলার টেপি কুশারিয়া গ্রামের তারা মিঞার ছেলে জুয়েল মিঞা (২৯)।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের খড়ক রেলক্রসিং এলাকায় পিকআপের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে। এছাড়া একই সময়ে কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু হয়েছে।
জানা গেছে, জুয়েল মাল বোঝাই পিকআপ নিয়ে ভূঞাপুর উপজেলার খড়গ-নিকলা অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিল। এসময় ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে পিকআপ দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা পিকআপ চালককে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে, একই সময় কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন মাস্টার মারফিন হাসান জানান, দুপুরের দিকে উত্তরবঙ্গগামী একতা এক্সপ্রেসে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু হয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
আরিফ উর রহমান টগর/এএইচ/এএসএম