ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাড়ি ফেরা হলো না তন্ময়ের

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ১২:২০ পিএম, ১০ জানুয়ারি ২০২২

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাঈদ আফ্রিদী তন্ময় (২৫) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার আটমাইল নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত সাঈদ আফ্রিদী তন্ময় ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের চন্দুলী গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

পুলিশ জানায়, সকালে মোটরসাইকেলে চুয়াডাঙ্গা থেকে নিজ বাড়ি ঝিনাইদহের চন্দুলী গ্রামে যাচ্ছিলেন তন্ময়। এসময় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের আটমাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপকে সাইড দিতে গিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে তার। এতে ঘটনাস্থলেই নিহত হন তন্ময়।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সালাউদ্দীন কাজল/এফএ/জেআইএম